Synopsis:
হোমমেকার সুনয়না ডিভোর্সড্। তিনি বিয়ে করেন শাশ্বত নামের এক ব্যক্তিকে। কিন্তু তিনি জানতেন না যে, শাশ্বত বিরাট বড়লোক। শাশ্বত আসলে ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। ছাপোষা ইনসুওরেন্স এজেন্ট হিসেবেই সুনয়নার কাছে ধরা দিয়েছেন। এদিকে সুনয়নার পুত্র, পুত্রবধূ এবং তাদের সন্তান আলাদা থাকে। সুনয়নার সাথে তাঁর পুত্রবধূ খুবই খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে। এদিকে সুনয়নার মেয়ে নিশি বহু বছর ধরে নিখোঁজ। এতদিন সুনয়না তার খোঁজ করে যাচ্ছিল। এখন শাশ্বতও তাকে খুঁজতে থাকে। দেখা যায়, সেই শাশ্বতরই দত্তক নেওয়া কন্যা আসলে নিশি। প্রতারণা, পারিবারিক বিশ্বাসঘাতকতা এবং গোপন পরিচয়ের পরীক্ষার মধ্য দিয়ে, সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত জয়লাভ করে।
Screenshots: (Must See Before Downloading)…

